শিশুর যত্ন ও বেড়ে উঠা

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের করোনা সম্পর্কিত শিক্ষা কীভাবে দেবেন

করোনায় আক্রান্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দিকে দিতে হবে বাড়তি মনোযোগ। তাই করোনাকালে অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের যত্নে অভিভাবকদের জন্য বেশকিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেল্থ (বিএসিএএমএইচ)। চলুন জেনে নিই, অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের করোনা সংক্রান্ত শিক্ষাপ্রদানে বাবা-মা বা অভিভাবকগণ কী কী করবেন।

  • সর্বাগ্রে অভিভাবকগণ নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
  • অন্য কোনো সূত্র থেকে করোনাভাইরাস সম্পর্কে তথ্য পাবার আগেই শিশুকে বয়স এবং সক্ষমতা অনুযায়ী বিষয়টি জানাবেন। অন্তত এটি যে একটি বিপদ সেটি বোঝাতে হবে।
  • শিশু যে মাধ্যমে বুঝতে পারে তাকে সেই মাধ্যমটি ব্যবহার করে বুঝাবেন।
  • শিশুকে হাতধোয়া, জীবাণুনাশক ব্যবহার, টিস্যু ব্যবহার, হাঁচি-কাশির শিষ্টাচার বোঝাতে গান, ছবির কার্ড, ভিডিয়ো, গল্প বলা, ইশারা ভাষা ইত্যাদির সাহায্য নিতে পারেন। তাকে নিজে নিজে করতে সাহায্য করুন যাতে সে আপনার ওপর নির্ভরশীল না হয়।
  • তাদেরকে বিষয়টি বোঝার জন্য পর্যাপ্ত সময় দিন। তাড়াহুড়ো করবেন না।
  • শিশুর স্কুল, বিশেষায়িত শিক্ষক, চিকিৎসক এবং যারা বিপদে সাহায্য করতে পারে তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন।
  • বিশেষ প্রয়োজনে, আপনার অনুপস্থিতিতে শিশুর জন্য বিকল্প যত্নকারীকে প্রস্তুত করুন।

তথ্যসূত্র: https://old.dghs.gov.bd/images/docs/Notice/08_04_2020_Bacamh%20autism.pdf

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.