গর্ভকালীন সমস্যা ও স্ত্রী রোগ

গর্ভাবস্থার প্রতি সপ্তাহ: সপ্তাহ ২৮  

এসময় শিশুর মস্তিষ্ক উন্নত হতে থাকে এবং স্নায়ুগুলোর বাইরে একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়৷ 

এ সময়ে আপনার কী কী করণীয় এবং আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে, চলুন তা জেনে নেই।

লক্ষণসমূহ: 

  • শিশুর নড়াচড়া বেড়ে যাবে এবং লাথি মারা শুরু করবে। 
  • পা খিল ধরে আছে এমন অনুভূতি আসা। 
  • নখে পরিবর্তন আসতে পারে৷ অনেকের নখ শক্ত হয়ে যায়৷ 
  • হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়া৷ 
  • প্রি-এক্লাম্পশিয়ার আশঙ্কা থাকে। 
  • হাত, পা কিংবা মুখে পানি আসা৷ 
  • হজমের সমস্যা হওয়া৷ 
  • বুকের কাছে বা গলার কাছে জ্বালাপোড়া হওয়া৷ 
  • চামড়ায় ফাটা দাগের মতো তৈরি হওয়া৷ 
  • যোনিপথে জ্বালাপোড়া অনুভব করা৷ 
  • অস্বস্তিবোধ৷ 

প্রেগন্যান্সি চেকলিস্ট: 

  • শিশুকে স্তন্যদানের জন্য প্রস্তুত হতে থাকুন৷ 
  • হালকা ব্যায়াম করুন৷ 
  • স্বামী ও পরিবারের সাথে বেশি সময় কাটান৷ 
  • চেকআপের জন্য হাসপাতাল বা চিকিৎসকের চেম্বারে যান৷ 
  • সুষম খাবার ও পানি পান করুন৷ 
  • ভারী কোনো কাজ করবেন না৷ 

https://www.babycenter.com/pregnancy/week-by-week/28-weeks-pregnant

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.