গর্ভকালীন সমস্যা ও স্ত্রী রোগ

গর্ভাবস্থার প্রতি সপ্তাহ: সপ্তাহ ২৪

এই সময়ে শিশু শ্বাস নেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়৷ গর্ভকালীন ডায়াবেটিসের ব্যাপারে এসময় মায়েদের নজর রাখা দরকার৷

এ সময়ে আপনার কী কী করণীয় এবং আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে, চলুন তা জেনে নেই।

লক্ষণসমূহ:

  • বেশি ক্লান্ত অনুভব করা।
  • ঘুমের সমস্যা হওয়া।
  • দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা রক্ত পড়া।
  • পেটে ব্যথা।
  • কিছু ক্ষেত্রে নাক থেকে হালকা রক্ত পড়া।
  • পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য হওয়া।
  • বদহজম ও বুক জ্বালাপোড়া করা।
  • চাপ দিলে স্তনে ব্যথা অনুভব করা।
  • পায়ে ব্যথা।
  • অল্পতেই গরম লাগা কিংবা সামান্য গরম আবহাওয়াতেই অস্বস্তি বোধ করা বা হাঁসফাঁস করা।
  • মাথা ঘুরানো বা মাথাব্যথা।
  • হাত-পায়ে পানি আসা বা ফুলে যাওয়া।
  • প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া বা ইনফেকশন।
  • যোনিপথে অর্থাৎমাসিকের রাস্তায় ইনফেকশন। 
  • মুখের বা শরীরের অন্যান্য অংশের চামড়ায় ছোপ ছোপ দাগ পড়া।
  • অনেকের ক্ষেত্রে মাথার চুল আগের চেয়ে ঘন, কালো হয়ে ওঠা।
  • পেটে ফেটে যাওয়ার মতো দাগ তৈরি হওয়া৷ 
  • শরীরের বিভিন্ন স্থানে ব্যথা বা টান অনুভব করা৷ 
  • জরায়ুর আকার বাড়তে থাকা৷ 
  • দুশ্চিন্তা বা বিষণ্ণতা৷
  • গর্ভকালীন ডায়াবেটিস। 

প্রেগন্যান্সি চেকলিস্ট:

  • আপনার বাসাকে অনাগত শিশুর উপযোগী হিসেবে গড়ে তুলুন৷ 
  • গর্ভকালীন ডায়াবেটিস রোধে চিকিৎসকের পরামর্শ অনুসারে চলুন৷ 
  • যোনিপথে কোনোপ্রকার ইনফেকশন হলে চিকিৎসককে সেটা জানান৷ 
  • সুষম খাবার ও পানি খান৷ 

https://www.babycenter.com/pregnancy/week-by-week/24-weeks-pregnant

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.