গর্ভকালীন সমস্যা ও স্ত্রী রোগ

গর্ভাবস্থার প্রতি সপ্তাহ: সপ্তাহ ২৬

আপনার শিশু এখন থেকে নিশ্বাস-প্রশ্বাস নিতে পারে৷ সে আপনার গলার আওয়াজ শুনতে পাচ্ছে এবং হৃদকম্পন, শ্বাস-প্রশ্বাস বা মুভমেন্টের পরিবর্তন ভালোভাবেই ধরতে পারে। সেই সাথে প্রতিক্রিয়াও জানাতে পারে৷ 

এ সময়ে আপনার কী কী করণীয় এবং আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে, চলুন তা জেনে নেই।

লক্ষণসমূহ: 

  • লোয়ার ব্যাকপেইন তথা শরীরের পেছনেরর দিকের নিচের অংশে ব্যথা হওয়া।
  • প্রি-এক্লেম্পশিয়া হওয়া৷ এতে মায়েদের উচ্চ রক্তচাপ তৈরি হয়, প্রস্রাবে বেশি প্রোটিন যায়।
  • হাঁচি-কাশির সাথে প্রস্রাব বেরিয়ে আসা।
  • ক্লান্তি।
  • ভারসাম্যহীনতা।
  • পায়ে ব্যথা৷ ক্রমাগত ওজন বাড়ার জন্য এমনটা হতে পারে।
  • পেটের চামড়ায় ফাটার মতো দাগ তৈরি হওয়া।
  • ঘুমে সমস্যা হওয়া।
  • দাঁতের মাড়ি ফোলা বা তা থেকে রক্তপাত হওয়া।
  • শরীরের বিভিন্ন স্থানে ছোপ ছোপ দাগ হওয়া৷ 

প্রেগন্যান্সি চেকলিস্ট:

  • উচ্চ রক্তচাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন৷
  • বাড়ন্ত ওজনের জন্য ঢিলেঢালা সুতি কাপড় পরা যেতে পারে৷
  • পরিমিত ঘুমানো ও বিশ্রাম নেওয়া৷
  • ভারী কোনো কাজ না করা৷ 
  • পুষ্টিকর খাবার ও বেশি করে পানি পান করা৷
  • রক্তচাপ অনেক বেড়ে গেলে বা খিঁচুনি হলে একমূহূর্ত অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাহলে শিশুর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

https://www.babycenter.com/pregnancy/week-by-week/26-weeks-pregnant

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.