শিশুর যত্ন ও বেড়ে উঠা

ঘরবন্দি অবস্থায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের লেখাপড়া কীভাবে করাবেন

কোভিডের কারণে অন্যান্য সকল শিশুদের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও উদ্বিগ্ন ও অস্থির হয়ে উঠতে পারে। এসময় শিশুর ব্যাহত হওয়া স্বাভাবিক রুটিন যতটা সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। তাই করোনাকালে অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের যত্নে অভিভাবকদের জন্য বেশকিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেল্থ (বিএসিএএমএইচ)। চলুন জেনে নিই, ঘরবন্দি অবস্থায় অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের লেখাপড়ায় বাবা-মা বা অভিভাবকরা কী কী করবেন।

>>  স্কুলগামী শিশুদের জন্য বাড়িতে স্কুলের আদলে সংক্ষিপ্তভাবে স্কুলের কাজগুলো করতে উৎসাহিত করুন। কোনো কোনো শিশুর ক্ষেত্রে তাকে স্কুলের পোশাক পরিয়ে বাসায় স্কুলের কাজ দিতে পারেন।

>>  আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণে শারীরিক কাজ করতে উৎসাহিত করুন। শিশুকে তার সক্ষমতা অনুযায়ী ঘরে ছোটোখাটো কাজগুলো করতে বলুন। সবসময় যেন সে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ব্যস্ত না থাকে।

>>  শিশুর সক্ষমতা থাকলে ইন্টারনেটের সাহায্য নিয়ে অথবা টেলিফোনে শিশুর শিক্ষক বা থেরাপিস্টের সাথে যোগাযোগ করিয়ে দিন।

তথ্যসূত্র:

https://old.dghs.gov.bd/images/docs/Notice/08_04_2020_Bacamh%20autism.pdf

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.