গর্ভকালীন সমস্যা ও স্ত্রী রোগ

গর্ভাবস্থার প্রতি সপ্তাহ: সপ্তাহ ১৮

অনেক মা-ই এই সপ্তাহে এসে প্রথমবারের মতো গর্ভের শিশুর নড়াচড়া অনুভব করে থাকেন৷ এসময়ে এসে শিশুর জননাঙ্গ বেশ ভালোভাবেই তৈরি হয়ে যায়৷ 

এ সময়ে আপনার কী কী করণীয় এবং আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে, চলুন তা জেনে নেই।

লক্ষণসমূহ: 

  • ক্ষুধা বৃদ্ধি পেতে থাকে৷ নির্দিষ্ট কিছু খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে৷ 
  • মাথা ঘুরানো৷
  • চামড়ায় ফাটা দাগের মতো সাইন দেখা যাওয়া৷ 
  • ক্লান্তিকর অনুভূতি৷ 
  • পেট ফাঁপা বা গ্যাস গ্যাস ভাব হওয়া৷ 
  • যোনিপথে সংক্রমণ হওয়া৷ 
  • শরীরের বিভিন্ন অংশে ছোপ ছোপ দাগ হওয়া৷ 

প্রেগন্যান্সি চেকলিস্ট: 

  • আপনি চাকুরিজীবী হলে মাতৃত্বকালীন ছুটির জন্য প্রস্তুতি নিতে থাকুন৷ 
  • ব্যক্তিগত গাড়িতে চলাচল করলে সিটবেল্ট বাঁধুন৷ 
  • চিকিৎসক পরামর্শ দিলে এই সময় একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে পারেন৷ 
  • দৈনন্দিন খাবারের দিকে নজর রাখুন৷ পুষ্টিকর খাবার যেন অবশ্যই থাকে৷ 
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রক্ষা পেতে বেশি করে পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার খান৷ 
  • গর্ভাবস্থায় সবধরনের ওষুধ নিরাপদ নয়৷ চিকিৎসকের পরামর্শ নিন এই ব্যাপারে৷ 

https://www.babycenter.com/pregnancy/week-by-week/18-weeks-pregnant

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.