গর্ভকালীন সমস্যা ও স্ত্রী রোগ

গর্ভাবস্থার প্রতি সপ্তাহ: সপ্তাহ ৩৭

শিশুর শারীরিক গঠন অনেকখানি তৈরি হলেও পুরোপুরি শেষ হয়নি৷ ৩৯ সপ্তাহে না আসা পর্যন্ত চিকিৎসকের ভাষায় আপনার শিশুর পরিপূর্ণ শারীরিক গঠন হয়েছে বলে হিসেবে ধরা হবে না৷ এ সময় শিশুর মাথাজুড়ে চুল তৈরি হতে থাকে৷ 

এ সময়ে আপনার কী কী করণীয় এবং আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে, চলুন তা জেনে নেই।

লক্ষণসমূহ: 

  • যোনিদেশ থেকে সাদাস্রাব নির্গত হতে পারে৷ যদি তরলের রং রক্তের মতো দেখা যায় তবে বুঝে নিতে হবে কিছুদিনের মধ্যেই আপনার শিশু প্রসব হবে৷ 
  • শিশু এই সময়ে প্রচুর নড়াচড়া করতে থাকে৷ আপনার শিশু যে ঠিক আছে, এটা তারই লক্ষণ৷ 
  • বুক জ্বালাপোড়া আগের তুলনায় কমে যেতে থাকে৷ 
  • বদহজমও আগের তুলনায় কমার সম্ভাবনা রয়েছে।
  • পেটে হঠাৎ করে টান পড়ার মতো অনুভূতি হওয়া৷ এটা সাধারণত ব্যথাহীন থাকে৷ 
  • চামড়ায় ফাটা দাগের মতো তৈরি হওয়া।
  • পাইলসের সমস্যা৷ 
  • পায়খানা কষা হওয়া।  
  • ক্লান্তিভাব৷ 
  • দাঁতের মাড়ি ফোলা বা রক্তপাত হওয়া৷ 
  • যোনিপথে জীবাণু সংক্রমণ। 
  • যোনিপথে জ্বালাপোড়া৷ 
  • শরীরে ছোপ ছোপ দাগ হওয়া৷ 
  • বুকে, গলায় জ্বালাপোড়া হওয়া৷ 

প্রেগন্যান্সি চেকলিস্ট: 

  • প্রসব বেদনা ও প্রসবের প্রস্তুতি সম্পর্কে আপনার চিকিৎসকের নিকট জানুন৷ 
  • আপনার শীঘ্রই আগত সন্তানের জন্য সবরকমের প্রস্তুতি নিয়ে রাখুন৷ 
  • আপনার প্রসবকালীন সময়ের জন্য ঢিলেঢালা সুতি কাপড়, শুকনা খাবারের ব্যবস্থা করে রাখুন৷ 
  • উচ্চ রক্তচাপ এসময়ে একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত হয়৷ তাই এমনটি হলে দ্রুতই চিকিৎসককে জানান৷ 
  • বেশি করে পানি পান এবং পুষ্টিকর খাবার খান৷
  • ভারী কোনো কাজ করবেন না৷ 

https://www.babycenter.com/pregnancy/week-by-week/37-weeks-pregnant

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.