গর্ভকালীন সমস্যা ও স্ত্রী রোগ

গর্ভাবস্থার প্রতি সপ্তাহ: সপ্তাহ ২৭

এ সময়ে শিশুর চোখ খুলে যায় এবং শিশু হেঁচকি দিতে পারে৷ 

এ সময়ে আপনার কী কী করণীয় এবং আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে, চলুন তা জেনে নেই।

লক্ষণসমূহ:

  • শরীরে অতিরিক্ত লোম দেখা যাওয়া।
  • পায়ে অস্বস্তিকর অনুভূতি হওয়া। 
  • চুল ঘন হতে থাকা।
  • আয়রনের অভাবে ত্বক বিবর্ণ হতে পারে।
  • প্রি-এক্লেম্পশিয়া হবার আশঙ্কা থাকে।
  • হাত-পা কিংবা মুখে পানি আসা। 
  • হজমের সমস্যা হওয়া। 
  • বুকের কাছে বা গলার কাছে জ্বালাপোড়া হওয়া।
  • চামড়ায় ফাটা দাগের মতো তৈরি হওয়া। 
  • যোনিপথে জ্বালাপোড়া অনুভব করা। 
  • অস্বস্তিবোধ। 
  • ঘুমের সময় নাক ডাকতে পারেন। তবে এটা নিয়ে অস্বস্তির কিছু নেই৷ এই সময়ে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। 

প্রেগন্যান্সি চেকলিস্ট: 

  • দূরবর্তী স্থানে ভ্রমণ না করার চেষ্টা করুন৷ 
  • যেকোনো একপাশ ফিরে ঘুমান যেন পেটে চাপ না পড়ে৷ 
  • লৌহ সমৃদ্ধ খাবার খাওয়া৷ 
  • ভাজাপোড়া, অতিরিক্ত ঝালজাতীয় খাবার এড়িয়ে চলা৷  
  • বেশি পরিমাণে পানি পান করা৷ 
  • যোনিতে ইনফেকশনের আভাস পাওয়া মাত্রই চিকিৎসককে জানানো৷ 
  • ঘরকে অনাগত শিশুর উপযোগী করে তুলুন৷ 
  • প্রসবকালীন সময়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন এখনই।

https://www.babycenter.com/pregnancy/week-by-week/27-weeks-pregnant

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

আরও আরও...আর পাওয়া যায়নি.